১৮৮৪ খ্রিস্টাব্দে ময়মনসিংহের বিভিন্ন জমিদারদের বদান্যতায় ও অর্থানুকুল্যে ময়মনসিংহ টাউল হল স্থাপিত হয়। ইতিহাস সাক্ষীদেয় যে, জমিদারগণ শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বিরোধিতা করতেন না। বরং অনেকেই শিল্প সংস্কৃতিমনস্ক হিসেবে সাংস্কৃতিক কর্মকান্ডেও অংশ নিতেন। ফলে সংস্কৃতি চর্চার প্রসারে জমিদারদের ভূমিকা স্বাভাবিকভাবেই ছিল ইতিবাচক। টাউন হলকে কেন্দ্র করেই ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকান্ড আবর্তিত হতো। এই টাউন হল স্থাপনের ক্ষেত্রে মহারাজ সূর্যকামেত্মর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তিনি ৩০,০০০/- টাকা ব্যয়ে একটি লাইব্রেরিসহ এটি নির্মাণ করান। বহুদিন, বহুবছর চলার পর টাউন হলটি ১৯৭৪ খ্রিস্টাব্দে নতুনভাবে ঢেলে সাজানো হয় এবং এর সৌন্দর্য বৃদ্ধি সাধন করা হয়। ফলে ময়মনসিংহের নাট্যচর্চাসহ সাংস্কৃতিক কর্মকান্ড কেবলমাত্র নতুন গতিই লাভ করেনি, বরং দারম্ননভাবে আলোড়িত হয়। এই টাউন হল শুধু সাংস্কৃতিক কর্মকান্ডই নয়, অনেক রাজনৈতিক উত্থান পতনেরও সাÿী। এখানে অনেক ঐতিহাসিক রাজনৈতিক সভা-সমাবেশ, সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিনশত আসনের এই টাউন হলে এক সময় একটি রিভলভিং স্টেজও ছিল। উলেস্নখ্য যে, স্টেজটি মুক্তাগাছার নাট্যমন্দির ‘‘ভুপেন্দ্র রঙ্গপীঠ’’ থেকে টাউন হলে এনে প্রতিস্থাপন করা হয়েছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস