Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হাট বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি-১৪২৪
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

সদর,ময়মনসিংহ।

www.mymensinghsadar.mymensingh.gov.bd

 

স্মারক নং-০৫.৩০.৬১৫২.০০৩.০২.০০১.১৭-৮৬                                                                                                          তারিখ-৩১/০১/২০১৭খ্রিঃ।

হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি

 

      এতদ্বারা সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে  যে, উপজেলা পরিষদ, সদর,ময়মনসিংহ নিয়ন্ত্রিত হাট-বাজার সমূহ বাংলা ১৪২৪ সনের ১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যমত্ম ১(এক) বছর মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইজারা প্রদানের নিমিত্তে প্রচলিত শর্ত সাপেÿÿ নির্ধারিত ফরমে সীল মোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। ইজারা দরপত্র সংক্রামত্ম বিসত্মারিত তথ্য নিমণস্বাÿরকারীর কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে জানা যাবে। নিমণবর্ণিত হাট বাজার সমূহের দরপত্র নির্ধারিত তারিখে বেলা ২.০০ ঘটিকা পর্যমত্ম জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা),ময়মনসিংহ, পুলিশ সুপারের কার্যালয়, ময়মনসিংহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর, ময়মনসিংহ ও সহকারী  কমিশনার (ভূমি),সদর, ময়মনসিংহ এর অফিসে রÿÿত দরপত্র বাক্সে গ্রহণ করা হবে এবং ঐ দিন বেলা ৩.০০ ঘটিকায় দরপত্র দাতাগণের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে।

 

 

      দরপত্র সিডিউল নিমণবর্ণিত ডাকের তারিখের পূর্বের দিন পর্যমত্ম অফিস চলাকালীন সময়ে উলেস্নখিত অফিসসমূহ হতে নির্ধারিত মূল্যে ক্রয় করা যাবে। তবে নির্ধারিত তারিখে ক্রয়কৃত সিডিউল পরবর্তী ডাকের তারিখ/তারিখ সমূহে গ্রহণযোগ্য হবে না।

দরপত্র সিডিউল বিক্রয়/গ্রহণের তারিখ ও সময়সূচী নিমণরম্নপঃ

পর্যায়

দরপত্র ফরম বিক্রয়ের শেষ তারিখ

দরপত্র ফরম দাখিলের তারিখ ও সময়

দরপত্র ফরম বিক্রয়ের স্থান

১ম

১৯/০২/২০১৭ রবিবার, ৭ ফাল্গুন ১৪২৩বাং

২০/০২/২০১৭ সোমবার, ৮ ফাল্গুন ১৪২৩ বাং

সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ২.০০ঘটিকা পর্যমত্ম

জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ (স্থানীয় সরকার শাখা), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর, ময়মনসিংহ ও সহকারী কমিশনার (ভূমি), সদর, ময়মনসিংহ কার্যালয়, সোনালী ব্যাংক লিঃ, ময়মনসিংহ কর্পোরেট শাখা, ময়মনসিংহ ও কোতোয়ালী মডেল থানা (পুলিশ ষ্টেশন),ময়মনসিংহ।

২য়

০৫/০৩/২০১৭ রবিবার, ২১ ফাল্গুন ১৪২৩বাং

০৬/০৩/২০১৬ সোমবার, ২২ ফাল্গুন ১৪২৩ বাং

সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ২.০০ঘটিকা পর্যমত্ম

৩য়

১৫/০৩/২০১৭ বুধবার, ১ চৈত্র ১৪২৩বাং

১৬/০৩/২০১৭ বৃহস্পতিবার, ২ চৈত্র ১৪২৩ বাং

সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ২.০০ঘটিকা পর্যমত্ম

হাট-বাজার সমূহের বিবরণ

ক্রঃনং

হাট বাজারের নাম

ইউনিয়ন

বাংলা ১৪২৪ সনের ইজারার জন্য সম্ভ্রাব্য সরকারী মূল্য

সিডিউল মূল্য

০১।

অষ্টধার বাজার

অষ্টধার ইউনিয়ন

৭,৩৭,৯৫৪/-

৩,২০০/-

০২।

মশিউর নগর বাজার

,,

৩,৩২,৭৭২/-

১,৪০০/-

০৩।

নিমতলা বাজার

,,

৪,৭৬৬/-

৫০০/-

০৪।

বিদ্যাগঞ্জ বাজার (গোহাটাসহ)

কুষ্টিয়া ইউনিয়ন

১৬,৪২,০৮০/-

৪,০০০/-

০৫।

পুটিয়ালী নতুন বাজার

,,

১৯,২৬৩/-

৫০০/-

০৬।

পয়েসিত্ম তারাপুর আহম্মেদ নগর বাজার

বোররচর ইউনিয়ন,

১,০০০/-

৫০০/-

০৭।

বোররচর বনপাড়া নতুন বাজার

,,

১,০০০/-

৫০০/-

০৮।

বোররচর বার্তিপাড়া বাজার

,,

১,০০০/-

৫০০/-

০৯।

অমিবকাগঞ্জ বাজার

পরানগঞ্জ ইউনিয়ন

২০,২৩,০৮৪/-

৪,৮০০/-

১০।

পরানগঞ্জ বাজার

,,

৭,৯৪,৩১১/-

২,২০০/-

১১।

চরহাসাদিয়া বাজার

,,

১,০০০/-

৫০০/-

১২।

সিরতা বাজার

সিরতা ইউনিয়ন

৩৪,১৩৬/-

৫০০/-

১৩।

চরখরিচা বাজার

,,

১৮,৫৮,০৮৪/-

৪,৪০০/-

১৪।

জয়বাংলা বাজার

,,

৩,৩৪,৬৮৩/-

১,৪০০/-

১৫।

কোণাপাড়া বাজার

,,

৮০,৫০৪/-

৫০০/-

১৬।

গাঙ্গীনারপাড় বাজার

চরঈশ্বরদিয়া ইউনিয়ন

১,১৪২/-

৫০০/-

১৭।

শম্ভুগঞ্জ বাজার

চরনিলÿীয়া ইউনিয়ন

১,১৮,১২,১৬৭/-

২৪,৪০০/-

১৮।

রাজগঞ্জ বাজার

,,

২,১৫,০৫০/-

১,২০০/-

১৯।

 লেংড়ার বাজার

,,

৭,৭২৫/-

৫০০/-

২০।

মহজমপুর বাজার

,,

১২,৬৩০/-

৫০০/-

২১।

মুক্তিযোদ্ধা বাজার

,,

৫৯,৪৩৬/-

৫০০/-

২২।

বেগুনবাড়ী বাজার

খাগডহর ইউনিয়ন

২,১৭,৩২৪/-

১,২০০/-

২৩।

গণেশ্যামপুর বাজার

,,

৩১,৮২৬/-

৫০০/-

২৪।

রহমতপুর বাজার

,,

৩,০২৮/-

৫০০/-

২৫।

দাপুনিয়া বাজার

দাপুনিয়া ইউনিয়ন

২৬,২১,১৭৮/-

৬,০০০/-

২৬।

দাপুনিয়া সরকারী পুকুরপাড় বাজার

,,

৩৭,৬৪৫/-

৫০০/-

২৭।

কাতলাসেন বাজার

,,

২,৬৪০/-

৫০০/-

২৮।

গোপালনগর বাজার

ঘাগড়া ইউনিয়ন

৮৫,৯০০/-

৫০০/-

২৯।

ঘাগড়া চৌরাসত্মা বাজার

,,

৫,৩৫৯/-

৫০০/-

৩০।

পাড়াইল বাজার

,,

১,৭৩৩/-

৫০০/-

৩১।

বুধবাড়িয়া বাজার

,,

৮,৮৭৪/-

৫০০/-

৩২।

চুরখাই বাজার

ভাবখালী ইউনিয়ন

২৩,০৫,৪৪৪/-

৫,৪০০/-

৩৩।

জিতেন্দ্রগঞ্জ বাজার

,,

১,২৫,০০০/-

১,০০০/-

৩৪।

ভাবখালী পুরাতন বাজার

,,

১,৬১,৭৭৪/-

১,০০০/-

৩৫।

আউলিয়া বাজার

,,

১,৯৩৩/-

৫০০/-

=১=

 

 

১৪২৪ বাংলা সনের হাট-বাজার ইজারার শর্তাবলী

১।             বাংলা ১৪২৪ সালের ১ বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যমত্ম ১(এক) বৎসর মেয়াদকালের জন্য হাট-বাজার ইজারা দেয়া হবে।

২।             দরপত্রদাতাকে দরপত্রের সহিত দরপত্রে উলেস্নখিত দরের ৩০% (শতকরা ত্রিশ ভাগ) অর্থ জামানত হিসেবে যে কোন তফসিলী ব্যাংক হতে ব্যাংক

            ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে ‘‘উজেলা নির্বাহী অফিসার, সদর, ময়মনসিংহ’’এর অনুকহলে জমা দিতে হবে। ইহার অন্যথায় দরপত্র সরাসরি বাতিল

            বলে গণ্য হবে।  উক্ত টাকা হতে ২৫% অর্থ ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হবে এবং বাকী   ৫% অর্থ জামানত হিসেবে সংরÿÿত থাকবে।

                ইজারা গ্রহীতা নিয়মিত হাট-বাজার নিজ খরচে পরিস্কার না করলে বা অন্য কোন ÿতি সাধন করলে উক্ত জামানত হতে তা মিটানো হবে। বৎসর

             সমাপনামেত্ম অব্যবহূত টাকা জমাকারীর বরাবরে প্রত্যার্পণ করা হবে।

৩।            যার দরপত্র গৃহীত হবে, দরপত্র সংবাদ অবহিত হওয়ার ৭(সাত) কার্যদিবসের মধ্যে দরপত্রে উলেস্নখিত দরের অবশিষ্ট ৭৫% (পঁচাত্তর ভাগ) অর্থ,

            মোট দাখিলকৃত দরের উপর অতিরিক্ত ৫% আয়কর এবং ১৫% ভ্যাট (মূল্য সংযোজন কর) অবশ্যই একই সঙ্গে পরিশোধ করতে হবে। অন্যথায়

            বাজারের জন্য জমাদানকৃত জামানত বাজেয়াপ্ত পূর্বক পুনরায় ইজারা কার্যক্রম গ্রহণ করা হবে, অন্যথায় বাজারের জন্য জমাকৃত জামানত বাজেয়াপ্ত

            পূর্বক পূনরায় ইজারা কার্যক্রম গ্রহণ করা হবে।

৪।             প্রাপ্ত দরপত্রের সর্বোচ্চ দর গ্রহণ করা হবে এবং উক্ত অংক যদি সংশিস্নষ্ট হাট-বাজারের সরকারী  মূল্যের কম হয় তা হলে পুনরায় দরপত্র আহবান

            করা হবে ।

৫।             এক হাট-বাজারের জন্য ক্রয়কৃত দরপত্র আরেক বাজারের জন্য দরপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। দরপত্র গ্রহণের দিন কোন দরপত্র সিডিউল

             বিক্রয় করা হবে না। এক দফার জন্য বিক্রয়কৃত দরপত্র অন্য দফায় অন্তুর্ভূক্ত বাজারের দরপত্র হিসেবে ব্যবহার করা যাবে না।

৬।            খামের উপর দরপত্রদাতার নাম, ঠিকানা ও বাজারের নাম স্পষ্টভাবে উলেস্নখ করতে হবে। দরপত্রের সাথে দরপত্র দাতার জাতীয় পরিচয়পত্রের

             সত্যায়িত ফটোকপি এবং ২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

৭।             সরকার অনুমোদিত টোল রেইট মোতাবেক টোল আদায় করতে হবে। বিনা রশিদে টোল আদায় করা যাবে না। ইজারাদার নিজ খরচে বাজারে

             দৃশ্যমান একাধিক স্থানে টোল চার্ট প্রকাশের ব্যবস্থা করবেন।

৮।            প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক সীলমোহরকৃত খামে দরপত্র দাখিল করতে হবে। দরপত্রদাতাকে দরপত্রের প্রতি পৃষ্ঠায় স্বাÿর করতে হবে।

৯।             ইজারাদার কোনক্রমেই হাট-বাজার অন্যের নিকট সাব-লিজ দিতে পারবেন না।

১০।           ইজারার সমসত্ম অর্থ (ভ্যাট, আয়করসহ) পরিশোধের  ৩(তিন) কার্যদিবসের মধ্যে ২৫০/-নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে ইজারাদার কর্তৃক ইজারা চুক্তি

            সম্পাদন করতে হবে।

১১।           দুই বা ততোধিক দরপত্রদাতার দর সর্বোচ্চ বা একই হলে কর্তৃপÿÿর সিদ্ধামত্মই চূড়ামত্ম বলে গণ্য হবে।

১২।           ইজারাদার নিজ খরচে বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন।

১৩।           ইজারাদার নিজ খরচে একটি পরিদর্শন রেজিষ্টার সংরÿন করবেন।

১৪।           কোন প্রকার ঘষা-মাজা, কাটাকাটি, লেখার উপর লেখা দরপত্র গ্রহণযোগ্য হবে না।

১৫।           নির্ধারিত কর্তৃপÿ কর্তৃক হাট-বাজার ইজারা অনুমোদিত না হলে ইজারা বাতিল বলে গণ্য হবে এবং দখলকৃত সময়ের হারাহারিভাবে ইজারার অর্থ

            কর্তনপূর্বক বাকী  জমাকৃত অর্থ  ইজারাদারকে প্রদান করা হবে।

১৬।           হাট-বাজারের ইজারার টাকা সরকারী দাবী আদায় আইন অনুযায়ী  সার্টিফিকেট মামলার মাধ্যমে আদায় করা যাবে।

১৭।           কর্তৃপÿ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ÿমতা সংরÿণ করনে।

১৮।           চুক্তিপত্রের যে কোন শর্ত লংঘন করা হলে ইজারা বাতিল করা যাবে।

(স্বাÿরিত )

 (সেলিম আহমদ)

উপজেলা নির্বাহী অফিসার

সদর,ময়মনসিংহ।

=২=

 

 

স্মারক নং-০৫.৩০.৬১৫২.০০৩.০২.০০১.১৭- ৮৬/১(২০০)                                                                           তারিখঃ ৩১/০১/২০১৭খ্রিঃ।

 

                অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ

 

১।             সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,ঢাকা।

২।             জেলা প্রশাসক, ময়মনসিংহ।

৩।            প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ময়মনসিংহ।

৪।             পুলিশ সুপার, ময়মনসিংহ।

৫।             উপ-পরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ।

৬।            চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, ময়মনসিংহ।

৭।             মেয়র, ময়মনসিংহ পৌরসভা, ময়মনসিংহ।

৮।            অতিরিক্ত জেলা প্রশাসক (রাজসব)/সার্বিক/শিÿা ও আইসিটি, ময়মনসিংহ।

৯।             উপজেলা নির্বাহী অফিসার.....................................................................(সকল), ময়মনসিংহ।

১০।           ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, ময়মনসিংহ ।

১১।           সহকারী কমিশনার (ভূমি), সদর, ময়মনসিংহ।

১২।           উপজেলা......................................................কর্মকর্তা (সকল), সদর, ময়মনসিংহ।

১৩।           সাব-রেজিষ্টার/পোষ্ট মাষ্টার, ময়মনসিংহ।

১৪।           জেলা তথ্য অফিসার, ময়মনসিংহ।

১৬।           অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

১৭।           চেয়ারম্যান....................................................ইউনিয়ন পরিষদ, সদর, ময়মনসিংহ। তাঁকে মাইক/ঢোল সহরতের মাধ্যমে তার

            এলাকাধীন হাট-বাজার সমূহে বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

১৮।           ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,......................................................ইউনিয়ন ভূমি অফিস, সদর,ময়মনসিংহ। তাকে মাইক/ঢোল

             সহরতের       মাধ্যমে হাট/বাজার ও জনবহুল স্থানে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

১৯।           জনাব.........................................................................১৪২৩ সনের ইজারাদার ........................................হাট/বাজার,

                সদর, ময়মনসিংহ।

২০।           জনাব...........................................................................................................................................................

২১।           অত্রাফিসের নোটিশ বোর্ড ।

(স্বাÿরিত )

(সেলিম আহমদ)

উপজেলা নির্বাহী অফিসার

সদর,ময়মনসিংহ।

ফোনঃ ০৯১-৬৫৮৭২

 

=৩=

Attachments
Image
Publish Date
01/02/2017