Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ময়মনসিংহ সদর উপজেলার ইতিহাস

 

উৎপত্তি ওনামকরণঃ ময়মনসিংহ জেলার অত্যন্তজনবহুল উপজেলা হলো ময়মনসিংহ সদর উপজেলা। ১৭৮৭ সালে থানা হিসাবে স্বীকৃতি প্রাপ্ত। উপজেলা নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। তবে কথিত আছে যে, বহুদিন পূর্বে মমিন শাহ নামে এক ধার্মিক শাসনকর্তা বর্তমানময়মনসিংহ এলাকায় শাসন করিতেন। পরবর্তী সময়ে তাহার নামানুসারে এই এলাকার নাম মোমেনশাহী এবং কালক্রমে ময়মনসিংহ নামে নামকরণ করা হয়েছে।

 

উপজেলা ঘোষণার তারিখঃ   ১৯৮৩ সন ।