Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯ এ ০১:৫২ PM

ময়মনসিংহ সদর উপজেলার ইতিহাস

কন্টেন্ট: পাতা

উৎপত্তি ও নামকরণঃ ময়মনসিংহ জেলার অত্যন্তজনবহুল উপজেলা হলো ময়মনসিংহ সদর উপজেলা। ১৭৮৭ সালে ১মে থানা হিসাবে স্বীকৃতি প্রাপ্ত। উপজেলা নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। তবে কথিত আছে যে, বহুদিন পূর্বে মমিন শাহ নামে এক ধার্মিক শাসনকর্তা বর্তমানময়মনসিংহ এলাকায় শাসন করিতেন। পরবর্তী সময়ে তাহার নামানুসারে এই এলাকার নাম মোমেনশাহী এবং কালক্রমে ময়মনসিংহ নামে নামকরণ করা হয়েছে।

উপজেলা ঘোষণার তারিখঃ ১৯৮৩ সন ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন