জাতির অহঙ্কার, বীর জনতার বিজয় প্রতীক স্বাধীনতার কথা জানান দেয়ার জন্যে ব্রহ্মপুত্র চীন বাংলাদেশ সেতু-২ এর দক্ষিনে চারটি সোপানের উপর দাড়িয়ে তার আলোক বর্তিকা ছড়াচ্ছে। এতে রয়েছে ঐতিহাসিক ছয় দফার প্রতীক ৬ টি বলয়। এই বলয়ের ৭১ টি তিন কোণা প্যানেলের মাধ্যমে ৭১ এর মহান মুক্তিযোদ্ধাদের যুদ্ধকে বোঝানো হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ কে স্মরণীয় করে রাখার জন্য আরো ৭ টি বলয় সংযোজন করা হয়েছে। ২৬ শে মার্চ ৭১ কে সহজেই চেনা যাবে ২৬ টি রাইফেল দেখে। রয়েছে জাতীয় ফুল শাপলা। সব মিলিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রাপ্তিকে বুঝতে কষ্ট হবার কারণ নেই। চূঁড়োয় খচিত লাল সূর্য, সবুজ পতাকা আমাদের জাতির অহঙ্কার, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের অঙ্গীকারকে জানান দিচ্ছে অতন্দ্র প্রহরীর মতো। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে এখানে তৈরী হবে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর ও অডিটরিয়াম। ব্রহ্মপুত্র নদের ব্রিজের দক্ষিণে তাকালে স্বাধীনতার লালসূর্য পতাকাটিকে দেখে আবেগ আপুত হতেই হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS